শ্রীপুরে স্কাইনিট কারখানায় ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে কারখানার নির্মাণাধীন ভবনের কাজ চলার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন মেসার্স আলিফ এন্টারপ্রাইজের ঠিকাদার ইব্রাহিম খান ও শ্রমিক সরবরাহের ঠিকাদার গোলাম রাব্বানী।

এর আগে বৃহস্পতিবার রাতে স্কাইনিট পাওয়ার কারখানার মালিক আরশেদ আলীসহ তিনজনের বিরুদ্ধে নিহত মনোয়ার হোসেনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেন।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফুরকান খান জানান, দুই আসামিকে রাতেই গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কেওয়া পূর্বখন্ড এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদে রড উঠাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জের বগারচর এলাকার মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫), নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কচ্ছপিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০) ও বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩)।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, ওই কারখানা আরমাদা স্পিনিং মিলস কিনে নিচ্ছে। নিহতদের লাশ বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় ছিল।

আরও খবর