গাজীপুরের পূবাইলে দুই বাড়িতে ডাকাতি : ককটেলে শিশু আহত

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর পূবাইলে দুই দিনের ব্যবধানে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার সকালে ডাকাতদের ফেলে যাওয়া ককটেল বিস্ফোরিত হয়ে শিশু সাজেদুল আহত হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুদাব মুন্সিপাড়া এলাকার মাসুদুর রহমান মাসুদের বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বারান্দার গ্রিল কেটে দরজা ভেঙে ঘরে ঢুকে এক ভরি ওজনের সোনার চেইন ও কানের দুল লুট করে নেয়।

ছাত্রলীগ নেতা মাসুদ বলেন, ডাকাতরা চলে যাওয়ার সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ডাকাতদের আরেকটি ফেলে যাওয়া ককটেলকে বল মনে করে খেলতে গিয়ে ওই শিশু আহত হয়।

সে ছমির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া সুমন সিকদারের ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে স্কুলশিক্ষিকা তাহমিনা আক্তার বেবীর বাড়িতে ডাকাতি হয়।

শিক্ষিকার স্বামী মাহফুজুর রহমান জানান, ডাকাতরা তাদেরকে এক ঘরে আটকে রেখে মারধর করে। পরে বেবীর মুখে কস্টেপ লাগিয়ে সাত জোড়া কানের দুল, তিনটি চেইন, এক জোড়া বালা ও কিছু টাকা লুট করে নিয়ে যায়।

পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

আরও খবর