শ্রীপুরে ২৫০ কৃষকের মাঝে পাট বীজ বিতরণ
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে ভিত্তি পাট বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ২৫০ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর।
বিশেষ অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহমিনা সুলতানা কৃষি ও পাট উৎপাদনের যে কোন পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিস ও পাট উন্নয়ন অফিসে কৃষকদের যোগাযোগ করার আহ্বান জানান।
উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, ও-৯৮৯৭ জাতের ভিত্তি পাট বীজ উপজেলার কাওরাইদ, বরমী, গোসিংগা, রাজাবাড়ী ও প্রহলাদপুর ইউনিয়নের নির্বাচিত চাষিদের মাধ্যমে আগামী মৌসুমে ৫০ একর জমিতে পাট বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা দিয়ে এক হাজার একর জমিতে পাট চাষ করা সম্ভব হবে।
বরমী ইউনিয়নের বরামা গ্রামের চাষিরা জানান, চলতি বছর পাট অফিসের বীজে তাদের ভাল ফলন হয়েছে। বরমী বাজারে প্রতি মণ পাট ১৯০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক মন্ডল, শ্রীপুর কলেজিয়েট হাই স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. জালাল উদ্দিন প্রমুখ।