কাপাসিয়ায় মাদকসেবীদের বুঝিয়ে সেবন থেকে দূরে রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশ সর্বত্র-প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।

তিনি বলেন, যেখানে মাদকসেবী আছে, তাকে বুঝিয়ে মাদক সেবন থেকে দূরে রাখতে হবে। মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও রায়েদ ইউপি চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লাহ হিরণ, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

আরও খবর