গাজীপুরের কাপিলাতলীতে দেড় বিঘা গজারি বন কেটে সাবাড়!
আলোকিত প্রতিবেদক : বনটিতে ছিল বড় বড় গজারি গাছ। ধীরে ধীরে উজাড় করা হচ্ছিল। এবার পুরোটাই সাবাড় করে ফেলা হল।
গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জের রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী এলাকায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে জানা যায়, ইজ্জতপুর বাজারের উত্তর পাশে বিন্দুবাড়ী ও কাপিলাতলী মৌজা পাশাপাশি। এর মধ্যে বিন্দুবাড়ী মৌজায় স্থানীয় নিউটন মিয়া গংয়ের প্রায় এক বিঘা জোত গজারি বন ছিল।
আর কাপিলাতলী মৌজার এসএ ৩৩ নং দাগের প্রায় দেড় বিঘা সংরক্ষিত বনভূমিও দীর্ঘদিন ধরে তাদের দখলে। সেখানে বড় গজারি গাছ ছিল দেড় শতাধিক।
জোতের গাছ কাটার পর বিভিন্ন সময়ে বনের গাছ কাটা অব্যাহত থাকে। তিন মাস আগে কিছু গাছ কেটে তৈরি করা হয় আসবাবপত্র।
সম্প্রতি দখলদাররা ইজ্জতপুর বাজারের কাঠ ব্যবসায়ী আজিম উদ্দিনের কাছে অবশিষ্ট অর্ধশত গাছ বিক্রি করে দেন। পরে গাছগুলো কাটা হয়। কিছু গাছ স্পটে স্তূপাকারে দেখা গেছে।
কর্তনকৃত গাছগুলোর মধ্যে প্রায় শতবর্ষী কিছু গাছও ছিল। বন উজাড়ের পর চারদিকে খুঁটি পুঁতে সীমানা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, নিউটন গং দাপট দেখিয়ে বন উজাড় করেছে। বিট অফিস কোন ব্যবস্থা নেয়নি।
জানতে চাইলে নিউটন মিয়া আলোকিত নিউজের কাছে দাবি করেন, এটা বন নয়, তাদের জোত জমি। বন বিভাগের সাথে ডিমারকেশন করে গাছ কাটা হয়েছে।
তবে তিনি ডিমারকেশনের একটি খুঁটিও দেখাতে পারেননি। তথ্য প্রদানেও অস্বীকৃতি জানান।
এ ব্যাপারে রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা আইয়ুব খান আলোকিত নিউজকে বলেন, কাপিলাতলী মৌজা আমাদের। কিন্তু ইজ্জতপুর বাজারের উত্তর পাশ আমাদের নয়, শ্রীপুরের।
তবে শ্রীপুর রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মীর বজলুর রহমান আলোকিত নিউজকে বলেন, ১০-১৫ দিন আগে গাছ কাটার খবর পেয়ে তার স্টাফরা গিয়েছিলেন। সেটা রাজেন্দ্রপুর পূর্ব বিটে পড়েছে।