ব্লগার রাজীব হত্যা মামলায় ২ জনের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক : ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় দুজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন ফয়সাল বিন নাইম ও পলাতক রেদোয়ানুল আজাদ রানা।
আলোচিত এই মামলায় ৫৫ সাক্ষীর মধ্যে ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী রাজীব হায়দার ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর কালশীর পলাশনগরে বাসার কাছে খুন হন। এ ঘটনায় তার বাবা ডা. নাজিম উদ্দিন বাদী হয়ে মামলা করেন।
রাজীব হায়দারের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া সদরে।
মামলার চার্জশিটভুক্ত আট আসামি হলেন : নর্থ-সাউথ ইউনিভার্সিটির ছাত্র ফয়সাল বিন নাইম ওরফে দীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফিজ ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০), রেদোয়ানুল আজাদ রানা (৩০) ও জঙ্গি সংগঠন অানসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী।
এর মধ্যে মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
এহসানুর রেজা রুম্মান, নাঈম সিকদার ও নাফিজ ইমতিয়াজকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদন্ড।
সাদমান ইয়াছির মাহমুদকে তিন বছরের এবং মুফতি জসীম উদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।