জেএসসি-জেডিসিতে ২৬ লাখের মধ্যে পাস ২৩ লাখ

আলোকিত প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা-২০১৯-এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

মোট ২৬ লাখ দুই হাজার ৫৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২ লাখ ৯৭ হাজার ২৭১ জন।

শিক্ষামন্ত্রী জানান, পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।

এবার শত ভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচ হাজার ২৪৩টি। শূন্য পাস প্রতিষ্ঠান ৩৩টি।

এর আগে সকালে গণভবনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন।

আরও খবর