জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল বাংলাদেশ, বিরত ভারত
ডেস্ক নিউজ : ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল প্রায় ৫০ বছর ধরে ফিলিস্তিনের কয়েকটি অঞ্চল অবৈধভাবে দখল করে রেখেছে।
এই দখলদারিত্বের কারণে ইসরায়েলের বিচার সংক্রান্ত একটি মতামত প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করা হয়।
এতে প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ও পাকিস্তানসহ ৮৭টি দেশ ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল ভারত ও মিয়ানমার।
আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ২৬টি দেশ। ভোটদানে বিরত ছিল ৫৩টি দেশ।
জাতিসংঘে এই কাঙ্ক্ষিত প্রস্তাব পাস হওয়াকে নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিন।
তবে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে গুরুত্বের বিচারে ভোটাভুটি যথেষ্ট হলেও তা বাস্তবায়নের ক্ষমতা আইসিজের নেই।