খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে
আলোকিত প্রতিবেদক : হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে হাইকোর্টের রায় বহাল এবং মামলা পরিচালনায় আইনগত কোন বাধা নেই বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান।
মামলায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে কানাডার কোম্পানি নাইকোর সাথে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।