সিরাজগঞ্জে ডাক্তার বকুলের অবহেলায় নবজাতকের মৃত্যু
মিঠুন কুমার দাস, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকে হাসপাতালটির ডাক্তার ও নার্স পলাতক রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, টাঙ্গাইলের করোটিয়া এলাকার আবু বকরের স্ত্রী ফাতেমা খাতুন (২৮) সন্তান প্রসবের জন্য সিরাজগঞ্জ সদরের জয়নগর গ্রামের বাবার বাড়িতে আসেন।
বুধবার বিকেলে প্রসব বেদনা শুরু হলে পরিবারের লোকজন তাকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসলে ডা. আনজুমান ইসলাম বকুল ভর্তি করান।
বৃহস্পতিবার ভোরে ফাতেমার প্রসব বেদনা শুরু হয়। এ সময় তার পরিবারের লোকজন হাসপাতালের ডাক্তার ও নার্সদের ডাকলেও তাদের পাওয়া যায়নি।
প্রায় এক ঘণ্টা পর একজন নার্স আসেন। পরে তিনি সন্তান প্রসব করলেও শিশুটির মৃত্যু হয়।
নবজাতকের বাবা আবু বকর জানান, ডাক্তার বকুলের অবহেলার কারণে তাদের শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে শিশুদের অক্সিজেনেরও ব্যবস্থা নেই।
এ ব্যাপারে অভিযুক্ত ডাক্তার পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।