গাজীপুরের ভবানীপুর বাজারে সংরক্ষিত বনভূমি দখল করে দোকানপাট!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ভবানীপুর বাজারে উচ্চ আদালত ঘোষিত বনের সংরক্ষিত জমি দখল করে গড়ে উঠছে দোকানপাট।
বিষয়টি জেনেও দীর্ঘদিন ধরে নীরব ভূমিকা পালন করছে বন বিভাগ।
সরেজমিনে দেখা যায়, জেলা সদরের ভবানীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে বাজার। বাজারটির অনেক দোকান বনের জমি দখল করে নির্মাণ করা হয়েছে। আরও দখলের প্রক্রিয়া চলছে।
মহাসড়কের পূর্ব পাশে সংরক্ষিত ১৪২২ নং দাগে ২৮ ফুট দৈর্ঘ্যের একটি পাকা স্থাপনার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এটি করছেন এলাকার হালিম উদ্দিন। এর কয়েক ফুট সিএন্ডবির। বাকি অংশ বনের।
জানতে চাইলে হালিম উদ্দিন আলোকিত নিউজকে বলেন, অন্যরা দোকান করেছে, তাই আমিও করছি।
সিংড়াতলী বিট কর্মকর্তা হাসেম চৌধুরী ওই জমি সিএন্ডবির বলে এড়িয়ে যান।
হালিম উদ্দিনের স্থাপনার পাশে রড-সিমেন্ট ব্যবসার একটি দোকান করেছেন এলাকার মোক্তার হোসেন। তারা বিট অফিস ম্যানেজ করে এসব করছেন বলে অভিযোগ।
এদিকে মহাসড়কের পশ্চিম পাশে বেশ কয়েকটি দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। স্থানীয় বাবুল মেম্বারের নেতৃত্বে এসব হয়েছে বলে একাধিক ব্যবসায়ী জানান।
এ ব্যাপারে বাবুল মেম্বারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।