শ্রীপুর থেকে পাচার হওয়া নারী উদ্ধার : প্রতারক মোবারক গ্রেফতার
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর থেকে পাচার হওয়া চম্পা বেগমকে (২৫) উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মাওনা চৌরাস্তা থেকে রবিবার গভীর রাতে তাকে উদ্ধার করা হয়।
চম্পা পৌর এলাকার কেওয়া উত্তর পাড়া গ্রামের বৃদ্ধ আবদুল মালেকের মেয়ে। তাকে গত আড়াই মাস আগে চাকরির নামে সৌদি আরবে পাচার করা হয়।
কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের ডোয়াইনগর গ্রামের ফজলুল হকের ছেলে মোবারক হোসেন (৪৫) তাকে পাচার করেন। তিনি কেওয়া গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ের জামাই।
শ্রীপুর থানার এসআই আবুল হাসান জানান, চম্পার পরিবারের অভিযোগের ভিত্তিতে মোবারকের সাথে যোগাযোগ করে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়।
রবিবার রাত সাড়ে আটটার দিকে চম্পা বিমানবন্দরে এসে নামেন। সেখান থেকে চম্পাকে নিয়ে মোবারক মাওনা চৌরাস্তা আসলে তাকে গ্রেফতার করা হয়।
চম্পা জানান, তিনি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। তার পাঁচ বছর বয়সী একটি পুত্র সন্তান আছে। বছর তিনেক আগে স্বামী আবদুল মালেক তাকে ফেলে চলে যান।
মোবারক ও তার শ্বশুরবাড়ির লোকজন লোভ দেখিয়ে তাকে সৌদি পাঠান। ৭০ হাজার টাকা চুক্তির ৪০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।
সৌদির রিয়াদের আমিনতু এলাকায় পাঠিয়ে তাকে দেহ ব্যবসা করতে চাপ দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় আলাদা ঘরে আটকে রেখে চলে নির্যাতন।