গাজীপুরের ডগরীতে বনের পাশ থেকে মাটি কাটায় হুমকির মুখে বনভূমি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ডগরীতে সংরক্ষিত বনের পাশ থেকে ব্যাপক হারে মাটি কাটা হচ্ছে।
অপরিকল্পিতভাবে গভীর করে মাটি কাটায় হুমকির মুখে পড়ছে বনভূমি।
ঘটনাটি বেশ কিছুদিন ধরে চললেও বিকেবাড়ি বিট ও রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা কোন ব্যবস্থা নিচ্ছেন না।
সরেজমিনে জানা যায়, জেলা সদরের মির্জাপুর ইউনিয়নের ডগরী গ্রামের দয়াল বাড়ির পেছনে কয়েক বিঘা জমি থেকে মাটি কাটা হচ্ছে। দিন-রাত দুটি ভেকু দিয়ে মাটি কেটে আরসি কোলাসহ একাধিক প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে।
ওই স্থান লাগোয়া পশ্চিম পাশে সংরক্ষিত গজারি বন ও পূর্ব পাশে আকাশমনি বাগান।
অপরিকল্পিতভাবে শত শত ট্রাক মাটি কাটায় বর্ষায় বনভূমি ধ্বসে যাওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।
এলাকাবাসী জানান, সদর উপজেলা চেয়ারম্যানের কথিত ভাগিনার নেতৃত্বে মাটি বিক্রির কাজ চলছে। ওই জমির মধ্যে খাস আছে বলেও তারা জানতে পেরেছেন।
এ ব্যাপারে রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা শাহ মোহাম্মদ হোসেন আলোকিত নিউজকে বলেন, বনের পাশ থেকে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। গিয়ে দেখতে হবে।