সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের ওপর বাজার বসায় জনদুর্ভোগ চরমে
মিঠুন কুমার দাস, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার পাঁচিলিয়া হাটের পাশে বড়হর-উল্লাপাড়া আঞ্চলিক সড়কের ওপর কাঁচা বাজার বসায় পথচারী ও যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে।
সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার নিয়মিত সড়কের ওপর এই বাজার বসায় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় আবদুল মান্নান তালুকদার, মাহমুদুল হাসান বাবলা, শহিদুল ইসলাম তালুকদার ভুলু ও একরাম হোসেন অভিযোগ করেন, পাঁচিলিয়া হাটের পাশে সড়কটির প্রায় অর্ধেক অংশজুড়ে কাঁচা বাজার বসে। এতে হাটের দিন দীর্ঘ যানজট হয়। গাড়ি পারাপারে লেগে যায় অনেক সময়।
সিএনজিচালিত অটোরিকশা চালক আশরাফুল ইসলাম ও কারিম হোসেন জানান, যাত্রী নিয়ে হাটের দুদিন এই পথে চলতে তাদেরকে সমস্যায় পড়তে হয়। অনেক সময় লাগায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে চালকের সাথে দুর্ব্যবহার করেন। বিশেষ করে রোগী নিয়ে কোন গাড়ি বা অ্যাম্বুলেন্স বেশি সমস্যায় পড়ে।
এ ব্যাপারে পাঁচিলিয়া হাটের ইজারাদার শফিকুল ইসলাম জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, হাটের খাস জায়গা প্রভাবশালীরা দখল করায় বাধ্য হয়ে সড়কের ওপর দোকান বসাতে হয়।
হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা বলেন, সড়কের ওপর বাজার বসানো বেআইনি। এটি সরিয়ে দেওয়া হবে।