কিশোরগঞ্জে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাস
আলোকিত প্রতিবেদক : বিজ্ঞান চর্চা ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহারিক ক্লাস বসেছে।
বুধবার কুলিয়ারচর থানা মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ক্লাস বসে।
এটি তত্ত্বাবধান করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
এর আগে এ ধরনের বড় ক্লাস বসেছিল অস্ট্রেলিয়ায়। সেখানে ২৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
আর কুলিয়ারচরে শুরু হওয়া ক্লাসে ৩২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
ফলে তা গিনেস বুকে স্থান পাবে বলে আশা করছেন আয়োজকরা।