গাজীপুরে হামজা কেমিক্যালের দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ভবানীপুরে হামজা কেমিক্যাল কারখানার তাপে সরকারি বনের গাছ মরে যাওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয়টির ওপর গত ৬ জানুয়ারি আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে প্রতিবেদনটি বন বিভাগের নজরে আসলে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকন্দ তদন্তের নির্দেশ দেন।
এরই মধ্যে রাজেন্দ্রপুর রেঞ্জের সিংড়াতলী বিট কর্মকর্তা আবুল হাসেম চৌধুরী তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন।
তিনি জানান, আলোকিত নিউজের প্রতিবেদন দেখে ডিএফও তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নেবে।
বিট কর্মকর্তা আরও জানান, কারখানাটিকে পরিবেশ অধিদপ্তর একবার চার লাখ টাকা জরিমানা করেছিল।
যেসব অভিযোগ :
ভবানীপুর বাজারের উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে হামজা কেমিক্যাল কারখানা। এর মালিক আবুল হাশেম। কারখানাটিতে রাসায়নিক সোডিয়াম সিলিকেট দিয়ে মোটা ও পাতলা গাম উৎপাদন করা হয়।
কারখানার দক্ষিণ অংশে একাধিক চুল্লিতে উচ্চ তাপমাত্রায় কাচ গলানোর কাজ করা হয়। শ্রমিক ৬০-৭০ জন। ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তায় তাদের চশমা ও হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় সরঞ্জাম নেই।
কারখানা সংলগ্ন দক্ষিণ পাশে সরকারি আকাশমনি বাগান। বাগানে গাছ প্রায় সাড়ে ৩০০। এর মধ্যে অনেক গাছ মরে গেছে। আরও মরে যাচ্ছে। এভাবে প্রায় পৌনে ১০০ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কারখানাটির দক্ষিণ অংশ ফাঁকা। চুল্লির উচ্চতাপ ও ক্ষতিকর কণার প্রভাবে গাছগুলো মরছে। কমছে মাটির উর্বরা শক্তি।
এ ছাড়া কারখানায় উৎপাদন প্রক্রিয়ার সময় দিন-রাত কয়েকবার বিস্ফোরণে বিকট শব্দ হয়। তাদের শব্দ প্রতিরোধী কোন ব্যবস্থা নেই। এতে পাশে বসবাসরত বাসিন্দাদের নানা সমস্যা হচ্ছে।