পাকিস্তান শান্তির প্রস্তাবে সাড়া না দিলে আরও সার্জিক্যাল স্ট্রাইক
শেখর বৈদ্য, কলকাতা : পাকিস্তান শান্তির প্রস্তাবে ইতিবাচক সাড়া না দিলে ‘পাল্টা আঘাত’ হানার অধিকার আছে ভারতেরও।
সুতরাং আরও সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বললেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত।
সেনা প্রধানের দায়িত্বে বসার পর শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেনা প্রধান বলেন, আমরা প্রতিপক্ষকে শান্তির প্রস্তাব স্বীকার করতে বলেছি। ওরা সাড়া না দিলে সার্জিক্যাল স্ট্রাইক ধাঁচের অভিযান চলবে।
তিনি আরও বলেন, প্রতিপক্ষকে আমাদের বার্তা এটাই যে শান্তির প্রস্তাবে সাড়া দিলে সার্জিক্যাল স্ট্রাইকের দরকারই হবে না। শান্তি, স্থিতিশীলতা কায়েম করাই উদ্দেশ্য ভারতের।