অতিরিক্ত ফি ও ভর্তি বাণিজ্য তদন্তে আলাদা টিম
আলোকিত প্রতিবেদক : শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় ও ভর্তি বাণিজ্যের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
এ জন্য আলাদা টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরীর ভূঁইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন হাই স্কুলের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান শেষে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু জিপিএ-৫ পেলেই প্রকৃত জ্ঞান অর্জন হয় না। নিজের মেধাকে সৎ কাজে ব্যবহার করাই হল আসল শিক্ষা।