বিএল কলেজের ছাত্র রুবেল হত্যার বিচার আড়াই বছরেও শুরু হয়নি
আসলাম মল্লিক, দৌলতপুর (খুলনা) : খুলনার বিএল কলেজের মেধাবী ছাত্র রুবেল হোসেন (২২) হত্যা মামলার বিচার আড়াই বছরেও শুরু হয়নি।
মামলার চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে পাঁচজন জামিনে এবং চারজন পলাতক রয়েছেন।
পাঁচ দফা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের মধ্য দিয়ে সিআইডির চার্জশিট আদালতে প্রেরণের পর ১০ মাসে ১১ বার তারিখ পড়েছে।
পরে আলোচিত মামলাটি গত ২০ ডিসেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়।
মামলার বাদী নিহত রুবেলের পিতা আবু বকর সিদ্দিক বিচার চেয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছেন।
মামলা সূত্রে জানা যায়, নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়ার রুবেল বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ২০১৪ সালের ২১ জুন রাতে কুয়েটে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গেলে সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পেট কেটে হত্যা করে।
এ ঘটনায় খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং ৫ (৬) ১৪।
মামলার আসামিদের মধ্যে পলাশ, রশিদ, মুন্না, বেলাল ও আল-আমিন জামিনে আছেন।
অপর আসামি আবদুল্লাহ, বক্কর, শিমুল ও আজিজুল পলাতক রয়েছেন।