সাংবাদিক শিমুলের পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
মিঠুন কুমার দাস : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যে কোন মূল্যে সাংবাদিক শিমুল হত্যার বিচার করা হবে। হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার করা হবে।
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর গুলিতে নিহত আবদুল হাকিম শিমুলের স্বজনদের সান্ত্বনা দিতে এসে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী শিমুলের স্ত্রী নূরুন্নাহারকে বগুড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এ ছাড়া তিনি শিমুলের ১১ বছর বয়সী ছেলে সাদেক ও ছয় বছর বয়সী মেয়ে তামান্নার মাথায় হাত রেখে তাদেরকেও সান্ত্বনা দেন।
মন্ত্রী চলে যাওয়ার পর জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা শিমুলের সন্তানদের পড়াশোনার খরচ জেলা প্রশাসন থেকে বহন করার প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি শিমুলের পরিবারকে খোরাকির চাল নিয়মিত সরবরাহ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।