গাজীপুরের ভবানীপুরে ভাঙারি থেকে বিষক্রিয়ায় ৩ শিশু অসুস্থ
মেহেদী হাসান সবুজ : গাজীপুরের ভবানীপুরে বিষক্রিয়ায় তিন শিশু অসুস্থ হয়ে পড়েছে।
এর মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হল : রমিজ উদ্দিনের পাঁচ বছর বয়সী জমজ সন্তান সালমান ও সালমা এবং তাদের বাড়ির ভাড়াটিয়া কাঁচামাল ব্যবসায়ী বাচ্চু মিয়ার চার বছর বয়সী মেয়ে সাদিয়া।
রমিজ উদ্দিন ও বাচ্চু মিয়া আলোকিত নিউজকে জানান, ওই তিন শিশু শুক্রবার বিকেলে এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে মিলনের ভাঙারি দোকানের পেছনে খেলতে যায়। সেখানে তারা উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা মালামাল থেকে বিষাক্ত কিছু খায়। বাড়ি ফেরার পর তাদের রক্তবমি শুরু হয়।
পরে তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালমান ও সালমাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
তারা আরও জানান, মিলন বিভিন্ন শিল্প কারখানা থেকে মেয়াদোত্তীর্ণ ও পরিত্যক্ত মালামাল কিনে ব্যবসা করেন। এগুলো উন্মুক্ত অবস্থায় না রাখতে আগে নিষেধ করলেও তিনি গুরুত্ব দেননি। শিশুরা কৌতূহলবশত খাবার ভেবে কিছু খাওয়ায় এ অবস্থা হয়েছে।