উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় হামলা, নিহত ৭
আলোকিত প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়া মাদ্রাসায় হামলায় সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার ভোরের এ ঘটনায় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার সাংবাদিকদের এ তথ্য জানান।
নিহতরা হলেন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইদ্রিস (৩২), শিক্ষক নূর আলম ওরফে হালিম (৪৫), শিক্ষক হামিদুল্লাহ (৫৫), ছাত্র আজিজুল হক (২২), ছাত্র নূর কায়সার (১৫), ইব্রাহীম হোসেন (২৪) ও ভলান্টিয়ার আমিন (৩২)।
এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার জানান, হামলাকারীদের একজনকে একটি শুটারগান, ছয় রাউন্ড গুলি ও একটি ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালাচ্ছেন।