নৌবাহিনীতে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ যুক্ত হবে জানুয়ারিতে : চট্টগ্রামে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শক্তিশালী নৌবাহিনী প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী বছরের মাঝামাঝি সময়ে সাবমেরিন যুক্ত হবে। আর যুক্তরাষ্ট্রের দেওয়া ‘প্রত্যয়’ ও ‘স্বাধীন’ নামে দুটি জাহাজ আগামী মাস থেকে নৌবহরে যুক্ত হবে।
বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন কুচকাওয়াজে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ও ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা হবে। এ লক্ষ্যে পটুয়াখালীর রাবনাবাদ এলাকায় দেশের সর্ববৃহৎ নৌঘাঁটি নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। দারিদ্র্যসীমা নিচে নেমে এসেছে। অনেক ক্ষেত্রে আমরা ভারত-পাকিস্তানকেও ছাড়িয়ে গেছি। আমাদের সরকার যখনই ক্ষমতায় এসেছে তখন দেশের উন্নয়ন হয়েছে। আগামীতেও হবে।
প্রধানমন্ত্রীকে নেভাল একাডেমিতে নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আখতার হাবীব স্বাগত জানান।