শ্রীপুরে আজিজ গ্রুপের বিষাক্ত কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে আজিজ গ্রুপের এএসএম কেমিক্যাল কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার দুপুরে উপজেলার মাওনা-বরমী সড়কের প্রায় এক কিলোমিটার অংশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য রাখেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আরফান আলী সরকার, সমাজসেবক খোরশেদ আলম মাদবর, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জর্জ প্রমুখ।
বক্তারা বলেন, আমরা বিশুদ্ধ পানি পান করতে পারছি না। কারখানার বর্জ্যে জমিতে আবাদ করা যাচ্ছে না। গবাদি পশু মারা যাচ্ছে। লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
বিষয়টি পত্রিকায় প্রকাশের পর রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছেন। এখন আমাদের একটাই দাবি, এই ক্ষতিকর কারখানাটি বন্ধ করে দেওয়া হোক।