শ্রীপুরে দুর্নীতিবিরোধী এক কিলোমিটার মানবপ্রাচীর
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা গড়ে তুলতে গাজীপুরের শ্রীপুরে এক কিলোমিটার মানবপ্রাচীর রচনা করা হয়েছে।
শুক্রবার শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কের দুই পাশে মানবপ্রাচীর রচনা করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের অন্তত পাঁচ হাজার শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, বেলুন ও হাতে রাখি পরে তারা অংশ নেয়।
দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও স্থানীয় প্রশাসনের সহায়তায় শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ বিভিন্ন কমিউনিটির প্রধানরাও এতে অংশ নেন।
শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিঞা সততা সংঘের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ নজরুল ইসলাম প্রমুখ।