‘সালমান এফ রহমানের কারণে শেয়ারবাজারে লাখো মানুষ সর্বস্বান্ত’
আলোকিত প্রতিবেদক : বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় সালমান এফ রহমানের নাম প্রসঙ্গে অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, তিনি বাংলাদেশের সবচেয়ে বিত্তবান ব্যক্তি হয়েছেন। সেই লোকের জন্য শেয়ারবাজারে কত লাখ মানুষ সর্বস্বান্ত হয়েছে, তার কোন হিসাব নেই।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শ্রমজীবী সংঘের তৃতীয় সম্মেলনে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব এসব কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, শেয়ারবাজারে কোম্পানি করে প্রতারণার জন্য কিছু লোককে নিয়োগ করে। তারা ওখানে কৃত্রিম চাহিদা তৈরি করে। তারপর প্রচুর শেয়ার বিক্রি হয়। বিক্রি হওয়ার পর টাকা একটা পর্যায়ে গায়েব করে দেয়।
তিনি আরও বলেন, এমনকি কিছুদিন আগে সালমান এফ রহমান জিএমজি এয়ারলাইনস খুলেছিলেন। শেয়ারের মাধ্যমে হাজার কোটি মেরে দিয়ে সরে পড়লেন। জিএমজি এয়ারলাইনস এখন আর নেই।