শ্রীপুরে জয়গুরুর দখল উচ্ছেদ : গ্রেফতার ৬

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের বারতোপা ফুলানীরছিট এলাকায় এক হেক্টর বনভূমি দখলে নিয়েছে বন বিভাগ।

সোমবার শ্রীপুর রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা অভিযান চালিয়ে তা উদ্ধার করেন।

এ সময় বাধা দেওয়ায় কথিত হেরাবনের ছয় ভক্তকে গ্রেফতার করা হয়।

তারা হলেন সেকান্দার (৬০), নজরুল ইসলাম (২৮), সাফিজ উদ্দিন (৩৫), মাহফুজ (২৪), রাসেল (২৪) ও ফজলুল হক (৪৫)।

রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, জয়গুরু মনির শাহ নামে একজন শিমলাপাড়া বিটের ওই বনে প্রায় ১০ বছর ধরে হেরাবন আস্তানা গড়ে তুলেন। আধ্যাত্মিক সাধক পরিচয়ে গাছ কেটে প্রায় ১২ বিঘা বনভূমি দখল করেন।

তিনি জানান, এলাকার আবু তালেবের মা জমিলা খাতুন মনির শাহর আশ্রয়ের জন্য প্রথমে সাত শতাংশ জমি লিখে দেন। পরে তিনি সেখানে আস্তানা গড়ে তুললে বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত ভিড় করে।

দখলীয় অংশে মনির শাহ প্রায় এক হাজার আমের চারাও রোপন করেন। এর আগে কয়েকবার আস্তানাটি উচ্ছেদের চেষ্টা করা হয়। কিন্তু স্থানীয় ভক্তদের অনুরোধ ও বাধায় তা করা যায়নি। জানান মোজাম্মেল হক।

আরও খবর