প্রিন্স মুসার বিলাসবহুল গাড়ি জব্দ
আলোকিত প্রতিবেদক : শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে বিতর্কিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের একটি বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে শুল্ক গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
শুল্ক গোয়েন্দারা জানান, তারা গুলশান-২ নম্বরে মুসার বাড়িতে অভিযান চালান। বাড়ির সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে গাড়িটি গোয়েন্দাদের কাছে হস্তান্তরের জন্য মুসাকে নোটিশ দেওয়া হয়।
ফুটেজে দেখা যায়, গাড়িটিতে চড়ে সকালে মুসার নাতি ধানমন্ডির সানবিম স্কুলে যায়। পরে গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে গাড়িটি লেকব্রিজ অ্যাপার্টমেন্টে সরিয়ে নেওয়া হয়।
রেঞ্জ রোভারে মুসার নাতিকে স্কুলে পাঠানো হলেও বেলা দুইটায় সে অন্য আরেকটি গাড়িতে করে বাড়িতে ফেরে। এরপর খোঁজ পেয়ে ধানমন্ডির বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়।