ভুয়া জামিননামা : পেশকারসহ ৫ জনের ১৪ বছরের কারাদন্ড

আলোকিত প্রতিবেদক : বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া জামিনে ৭৬টি মামলার ১০৬ আসামিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার ঘটনায় পেশকারসহ পাঁচজনকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায়ে পাঁচ আসামির প্রত্যেককে দন্ডবিধির ৪৬৩ ধারায় সাত বছর ও ৪৭১ ধারায় সাত বছর করে ১৪ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

তবে দুটি সাজা এক সাথে কার্যকর হওয়ায় তাদেরকে প্রকৃতপক্ষে সাত বছর করে কারাভোগ করতে হবে।

দন্ডপ্রাপ্তরা হলেন : অতিরিক্ত দায়রা জজ আদালতের সাবেক পেশকার মোসলেহ উদ্দিন, পিয়ন নাঈম, উমেদার আলমগীর, ইসমাইল ও জাহাঙ্গীর।

এর মধ্যে উমেদার আলমগীর ও জাহাঙ্গীর মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

আরও খবর