মোবাইলের টাওয়ারে ক্ষতিকর বিকিরণ
আলোকিত প্রতিবেদক : মোবাইল ফোন কোম্পানির টাওয়ারে মাত্রাতিরিক্ত বিকিরণ পাওয়া গেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।
বিকিরণের এই মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।
দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ছয়টি মোবাইল কোম্পানির টাওয়ারগুলো পরীক্ষা করে বিকিরণ নিরাপদ মাত্রার মধ্যে নামিয়ে আনতে বিটিআরসিকে বলা যেতে পারে।
বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানিকালে রাষ্ট্রপক্ষ এসব কথা জানায়।