গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয় দফার দাবিতে মানববন্ধন করেছেন।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে পাঁচ শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন করেন।
দাবিগুলো হল : জঙ্গিবাদ দমনে বন্ধবন্ধুর আদর্শের ছাত্র সংগঠনের উন্মুক্ত চর্চা করার সুযোগ দেওয়া, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন, বিএস ও এমএসের ভর্তি ফি কমানো, বিএস ডিগ্রিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে মাস্টার্সে ভর্তির সুযোগ, আবাসন ও যানবাহন সংকটের দ্রুত সমাধান এবং কালচারাল, ডিবেটিং, স্পোর্টস, ইংলিশ ও ফটোগ্রাফি ক্লাব প্রতিষ্ঠা।
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মেহেদী হাসান আনসারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্যসচিব এম এন খান আরিফ, সদস্য মীর ওবায়দুর রহমান শাওন, গোলাম রসুল মিয়া, মাহমুদুল হাসান তিতাস, প্রধান সমন্বয়ক এস এম ফজলে রাব্বী বাঁধন প্রমুখ।