কালীগঞ্জে ঘুষ নিয়ে সংঘর্ষ : ৫ পুলিশ আহত

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে ঘুষ দাবির জেরে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

এতে দুই এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ সময় পুলিশের ছোড়া গুলি ও লাঠিচার্জে আহত হয়েছেন নয়জন।

এ ঘটনায় এসআই জামিল উদ্দিন রাশেদ গ্রামবাসীর বিরুদ্ধে একটি মামলা করেছেন।

থানার ওসি আলম চাদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল থেকে আতঙ্কিত গ্রামবাসী পালিয়ে বেড়াচ্ছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন : এসআই রাশেদ, এসআই আমিনুর রহমান, কনস্টেবল জিয়াউর রহমান, নজরুল ইসলাম, মনির হোসেন ও আনসার সদস্য মনির হোসেন।

আহত গ্রামবাসীর কয়েকজন হলেন : তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের দীনেশ রোজারিওর ছেলে হৃদয়, অমল রোজারিওর ছেলে অনিক, জেবিয়ার রোজারিওর ছেলে প্লাসিড, সুবল রোজারিওর ছেলে রাজীব, অনীল দরেশের স্ত্রী ধ্বনি ও অরুন দরেশের স্ত্রী মন্দিরা।

দড়িপাড়ার মৃত বিমল দরেশের স্ত্রী মিনা ক্রুশ অভিযোগ করেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসআই রাশেদ ও আমিনুর সঙ্গীয়দের নিয়ে তাদের বাড়িতে যান। তারা বাড়িতে মাদক বিক্রি হয় বলে তার কাছে ঘুষ দাবি করেন। পরে গায়ে পুলিশের পোশাক না থাকায় ও পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা তাদের অবরুদ্ধ করেন।

এক পর্যায়ে গ্রামবাসীর সাথে ধস্তাধস্তিতে পুলিশ সদস্যরা আহত হন।

খবর পেয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের ছাড়িয়ে নিতে থানা থেকে ২০-২৫ জন গিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালান।

স্থানীয় ইউপি সদস্য দিলীপ কস্তা গ্রামবাসী আহতের বিষয়টি নিশ্চিত করে পুলিশের বেপরোয়া কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেন।

আরও খবর