শ্রীপুরে শ্রদ্ধা নিবেদনে প্রশাসনের সমন্বয়হীনতা

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সরকার নির্ধারিত সময় অনুসরণ করা হয়নি।

উপজেলা প্রশাসনের আগেই বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

সমন্বয়হীনতার কারণে এমনটি হয়েছে বলে বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা জানান।

রবিবার সকাল সাড়ে ছয়টার পর শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।

শ্রীপুর পৌরসভা শ্রদ্ধা নিবেদন করে সকাল ছয়টার পর।

সরকার নির্ধারিত সময় অনুসরণ করেই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বলে জানান মেয়র আনিছুর রহমান।

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ বলেন, উপজেলা প্রশাসন সকাল সাড়ে ছয়টায় শ্রদ্ধা নিবেদন করেছে। এর আগে আমরা শ্রদ্ধা নিবেদন করায় কারও কারও কাছ থেকে মন্তব্য শুনতে হয়েছে। অথচ তারা পরিবর্তিত সময় জানায়নি।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক বলেন, দূর-দূরান্ত থেকে মুক্তিযোদ্ধারা আসেন। এই কারণে ইউএনওর সাথে কথা বলে সময় ৩০ মিনিটের মত পিছিয়ে দেওয়া হয়। সময় স্বল্পতার কারণে সবাইকে জানানো যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার দাবি করেন, তিনি সাড়ে পাঁচটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ছিলেন। সবার সাথে সমন্বয় করে সরকার নির্ধারিত সময়েই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আরও খবর