শ্রীপুরে ৩ যুগ পর কৃষকের জমি উদ্ধার
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে তিন যুগ পর কৃষক মজিবুর রহমানের এক একর ৮০ শতাংশ জমি উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার ভাংনাহাটিতে আদালতের আদেশে ওই জমি উদ্ধার করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা পুলিশের সহযোগিতায় উদ্ধারকৃত জমি ভুক্তভোগীকে বুঝিয়ে দেন।
জমি পেয়ে মজিবুর রহমান বলেন, তিনি ন্যায় বিচার পেয়েছেন। পৈতৃক সূত্রে প্রাপ্ত ওই জমি ১৯৮২ সালে একই গ্রামের মৃত মিন্নত আলী গং জবর দখল করে। এরপর মামলায় ১৯৯১ সালে রায় পেয়ে উচ্ছেদ মামলা করেন।
বাদীর আইনজীবী ইসমাইল হোসেন বলেন, জেলা জজ আদালত সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের আদেশের মাধ্যমে জমি দখলমুক্ত করেছেন।