শ্রীপুরের ভিনটেজ ডেনিমে অর্ধশত শ্রমিক আহত

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়েছেন।

রবিবার দুপুর একটার দিকে উপজেলার গিলারচালা এলাকার ভিনটেজ ডেনিমে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অঞ্জনা ও সন্তানসম্ভবা রোমানাকে ময়মনসিংহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ৩৫ জনকে মাওনা চৌরাস্তার একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর ১৫ জনকে ভর্তি করা হয়েছে।

তাদের কয়েকজন হলেন সুমাইয়া (৩০), রাজিয়া (২৫), শারমিন (২৫), মীম (২০), কোহিনূর (৩০), সাহিদা (২৮), সাবিনা (২০), শাকিল (২০) ও মাজেদা (৩৫)।

শ্রমিক রানা ও মিন্টু জানান, সকাল  আটটার দিকে প্রথমে বিকট শব্দে কারখানার প্যাকিং সেকশনের ওয়াল ফ্যান পড়ে শ্রমিকদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার ভেতরে থাকা গাছের মরা ডাল বিদ্যুতের তারে পড়ে স্পার্কিং হয়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা খন্দকার হামিদুল ইসলাম জানান, এ ঘটনায় সুইং, ফিনিশিং ও আয়রনসহ চারটি সেকশন আগামী রবিবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গাছের ডালপালাও ছাঁটাই করা হবে।

আরও খবর