বিশ্বে ২০১৬ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে
ডেস্ক নিউজ : ২০১৬ সালে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বখ্যাত বিনিয়োগ ও গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস।
এ ছাড়া বর্তমানের তুলনায় অর্থনৈতিক স্থিতিশীলতাও বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
২০১৬ সালে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩.৫ শতাংশ। ২০১৫ সালে প্রবৃদ্ধির হার ছিল ৩.২ শতাংশ।
সংকটের মধ্যে থাকা উদীয়মান অর্থনৈতিক দেশসমূহ এবং ইউরোপের বেশির ভাগ দেশের অর্থনীতিতে গতি ফিরে আসার কারণে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।