রাজধানীতে ১৫ এপ্রিল থেকে সিটিং সার্ভিস বন্ধ

আলোকিত প্রতিবেদক : রাজধানী ঢাকায় ১৫ এপ্রিল থেকে সিটিং, গেটলক ও স্পেশাল সার্ভিস নামে বাস চলতে পারবে না।

কারণ এসব বাস-মিনিবাসের নামে বাড়তি ভাড়া আদায় করা হয়।

মঙ্গলবার ঢাকা সড়ক পরিবহন সমিতি সংবাদ সম্মেলন করে এ কথা জানায়।

সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ১৫ এপ্রিলের পর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। ভাড়ার তালিকা বাসের ভেতর টানিয়ে রাখতে হবে। জরাজীর্ণ বাস মেরামত করে রাস্তায় নামাতে হবে। এর জন্য এক মাস সময় দেওয়া হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ এবং ডিএমপিকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও খবর