সিজারে শিশু জন্মের হার বৃদ্ধিতে উদ্বেগ
আলোকিত প্রতিবেদক : দেশে সিজারের মাধ্যমে শিশু জন্মের হার বাড়ছে।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০০৩-০৪ সালে সিজারের মাধ্যমে শিশু জন্মের হার ছিল মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। ২০১৫-১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৫ শতাংশ।
সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উদ্বেগ প্রকাশ করে বলেন, বেসরকারি ক্লিনিকগুলোর বাণিজ্যিক মানসিকতার কারণেই এ প্রবণতা বাড়ছে। সিজারে হয়তো মায়ের কষ্ট কম হয়। কিন্তু এই প্রক্রিয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এ সময় তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্মদানে মায়েদের উৎসাহিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।