শ্রীপুরে আ.লীগ নেতার মুক্তি দাবিতে মহাসড়ক অবরোধ

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিনের মুক্তি দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত মাওনা চৌরাস্তা এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়।

এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান।

গ্রেফতারকৃত মাহতাব উদ্দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ ও শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমানের প্রধান নির্বাচন সমন্বয়কারী ছিলেন।

কাউন্সিলর মো. হাবিবুল্লাহ জানান, ডিবি পুলিশ ভোর সাড়ে তিনটার দিকে মাহতাব উদ্দিনকে চন্নাপাড়ার বাড়ি থেকে মাদকের অভিযোগে গ্রেফতার করে। পরে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী মুলাইদ গ্রামের লিয়াকত ফকিরকেও গ্রেফতার করা হয়। খবর পেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাওনা চৌরাস্তায় জড়ো হলে লিয়াকতকে ছেড়ে দেওয়া হয়।

পরে মাহতাব উদ্দিনের মুক্তি দাবিতে নেতা-কর্মী ছাড়াও আশপাশের এলাকার নারী-পুরুষ মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুর ডিবির ওসি আমির হোসেন দাবি করেন, মাহতাব উদ্দিন এলাকার সন্ত্রাসী। তাকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

আরও খবর