‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য উল্টান ৭ জন’
আলোকিত প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য উল্টানোর ঘটনায় চারুকলার অন্তত সাতজন শিক্ষার্থী জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, তারা সবাই স্নাতকোত্তর শ্রেণির। তাদের নাম-পরিচয় জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।
এদিকে ভাস্কর্য বিভাগের মাস্টার্সের ছাত্র স্বাধীন ও রনি সাংবাদিকদের বলেন, ভাস্কর্যগুলো সংস্কারের জন্য উল্টিয়ে রেখেছি। সোমবার রাতে আমরা ৩০-৪০ জন মিলে এ কাজ করেছি। কিন্তু কোন ভাস্কর্য ভেঙে রাখিনি।
ভাস্কর্য বিভাগের অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার বলেন, আমরা বিষয়টি লিখিতভাবে জানাব। কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।