প্রধানমন্ত্রী মহৎ ও উদার : কওমি নেতা ইয়াহইয়া
আলোকিত প্রতিবেদক : কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব ইয়াহইয়া মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা ২০ লাখ শিক্ষার্থীর জীবনের গতি সঞ্চারিত করার জন্য স্বীকৃতির ঘোষণা দিয়েছেন। তাতে দেশের একজন মহৎ ও উদার অভিভাবকের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য তাকে প্রাণঢালা অভিনন্দন।
স্বীকৃতির জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করায় জাতীয় দ্বীনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ইয়াহইয়া মাহমুদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কওমি ঘরানার প্রায় তিন কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।