জ্ঞানপীঠ পুরস্কার পেলেন বাঙালি শঙ্খ ঘোষ

শেখর বৈদ্য, কলকাতা : ৫২তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কবি শঙ্খ ঘোষ।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

এর আগে ২০১১ সালে পদ্মভূষণ এবং ১৯৭৭ সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন এই কবি।

শঙ্খ ঘোষ ষষ্ঠ বাঙালি হিসেবে সাহিত্যের এই সর্বোচ্চ পুরস্কার পেলেন।

তিনি ১৯৩২ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন।

কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক পাস করার পর যাদবপুর ও বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন শঙ্খ ঘোষ।

আরও খবর