শ্রীপুরে ফেরিওয়ালাকে মামলায় ফাঁসিয়ে ‘সরি’ বললেন এসআই!
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে এক ফেরিওয়ালাকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।
জানতে চাইলে থানার এসআই আজিজুল হক ‘সরি’ বলে আদালতে সহযোগিতার আশ্বাস দেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাপড়ের ফেরিওয়ালা শহীদুল ইসলামকে আটক করে পুলিশ। তিনি ২ নং সিএন্ডবি এলাকার জালালের বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড়পান্তা গ্রামে।
পরে ওই ফেরিওয়ালার বিরুদ্ধে মাদকের মামলা দেওয়া হয়। জব্দ তালিকায় দেখানো হয় ৫০০ গ্রাম গাঁজা।
চন্নাপাড়া গ্রামের বাছির উদ্দিন ও ফারুক আহম্মেদ বলেন, শহীদুলকে আটকের পর ছেড়ে দেওয়ার কথা বলে এসআই আমাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। শুক্রবার শুনি মামলা হয়েছে। আমরা প্রয়োজনে আদালতে গিয়ে প্রকৃত ঘটনার সাক্ষী দেব।
সিএন্ডবি বাজারের ব্যবসায়ী টোকন বেপারী বলেন, শহীদুল তার দোকান থেকে কাপড় নিয়ে ফেরি করে বিক্রি করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বাজারে ফিরে টাকা গণনা করছিলেন। তখন এসআই এসে তার শরীর তল্লাশি করে কিছু না পেলেও ওই মামলা দেন।