পরিবহন খাতে মৃত্যুর ঝুঁকি বেশি
আলোকিত প্রতিবেদক : দেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু ক্রমাগত বাড়ছে।
এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পরিবহন খাতে।
বিলসের জরিপ বলছে, ২০১৬ সালে দুর্ঘটনায় ৬৯৯ জন মারা গেছেন। এর মধ্যে ২৪৯ জন পরিবহন খাতের শ্রমিক।
বিশ্লেষকরা বলছেন, দেশের সড়কগুলো চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে মৃত্যুফাঁদ হয়ে আছে। বিশ্রামহীনভাবে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম বড় কারণ।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, পরিবহন শ্রমিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব, প্রশিক্ষণের ব্যবস্থা ও চাকরির নিশ্চয়তা না থাকা পেশাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। অতিরিক্ত কাজের প্রভাবেও তাদের জীবন ঝুঁকিতে পড়ছে।