নরসিংদীতে আ.লীগের দুই পক্ষে নির্বাচনী সংঘর্ষ, নিহত ২
আলোকিত প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় মলফত আলীর ছেলে সাদির মিয়া (১৯) ও আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।
আহত অন্তত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে ইউপি মেম্বার শাহ আলমের সাথে সাবেক ইউপি মেম্বার ফজলুল হকের ছেলে শাহ আলমের বিরোধ চলছে। এর জের ধরে দুই পক্ষের সমর্থকরা টেঁটা ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইয়িদ মো. ফারুক জানান, সকালে গুলিবিদ্ধ দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।