কাপাসিয়ার সালদৈ মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার সালদৈ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তাজুল ইসলামের অপসারণ দাবি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার সকালে তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোখলেছ মোল্লা জানান, সম্প্রতি অধ্যক্ষ কয়েকজন শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য ঘুষ গ্রহণ করেছেন। ব্যাক ডেটে কথিত পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করিয়েছেন। কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে নিয়োগের রেজুলেশনও লিখেছেন।
তিনি আরও জানান, অধ্যক্ষ ভুয়া অভিজ্ঞতা সনদ দিয়ে চাকরি নিয়েছেন। তিনি নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় ইবতেদায়ি প্রধান থাকলেও প্রভাষকের অভিজ্ঞতা দেখিয়েছেন। বিষয়টি শিক্ষা অধিদপ্তরের ডিজিকে লিখিতভাবে জানালেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে অধ্যক্ষ তাজুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।