শ্রীপুরে মসজিদের জমিদাতাকে মিথ্যা মামলায় হয়রানি

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এক নিরীহ পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শেখ মামুন কবীর এ নিয়ে গাজীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও করেছেন।

এতে আজম আলী মাস্টারের ছেলে ফজলুর রহমান ও মৃত এ বি সিদ্দিকের স্ত্রী রওশন আরাকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, তারা বায়তুল আমান জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি ওয়াকফ করে দেন। পরে ভূমি অফিস থেকে খারিজও হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা হুমকির ঘটনা সাজিয়ে আদালতে একটি মামলা করেন।

ইউপি মেম্বার রনি আকন্দ ও হুমায়ুন সরকার বলেন, তাদের জানামতে মামলার ঘটনাটি মিথ্যা। ওই দিন মামুন কবীর পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। তারা মূলত ঢাকায় থাকেন।

মসজিদ কমিটির সভাপতি আবদুস সোবহান ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, বেরাদরি আইনে ভোগদখলীয় পৈতৃক সম্পত্তি থেকে মামুন কবীর পরিবার মসজিদের নামে জমি ওয়াকফ করেছে। ওয়াকফ হিসেবে খারিজ থাকার পরও তাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত ফজলুর রহমান মামলা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

আরও খবর