শ্রীপুরের কর্ণপুরে অসহায় হালিমার পাশে আবুল মকসুদ
আলোকিত প্রতিবেদক : বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা ও মেয়ের আত্মহত্যার ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এ রকম ঘটনা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় প্রত্যন্ত এলাকায় অহরহ ঘটছে। সাধারণ এবং দুর্বলরা রাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাচ্ছে না। তা ছাড়া আমাদের রাজনৈতিক অবস্থাটাও স্বাভাবিক নেই।
বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের কর্ণপুর সিটপাড়া গ্রামে ওই পরিবারের একমাত্র বেঁচে থাকা হযরত আলীর স্ত্রী হালিমা বেগমের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আবুল মকসুদ বলেন, এ ধরনের ঘটনা স্থানীয় প্রতিনিধিরা সালিশের মাধ্যমে মিটিয়ে দিতে পারতেন। তারা তাদের দায়িত্ব পালন করছেন না। পুলিশ প্রশাসনও ঠিকমত দায়িত্ব পালন করছে না।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সিপিবির কাপাসিয়ার সাবেক সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, যুব ইউনিয়ন কাপাসিয়ার আহ্বায়ক কমরেড মঞ্জুরুল হক প্রমুখ।