কালীগঞ্জে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে ‘আমাদের সমাজ আমাদেরকেই পরিষ্কার রাখতে হবে’ শ্লোগানে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে দুটি তরুণ সংগঠন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরাতন ব্যাংকের মোড় থেকে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পরে শহীদ মিনার ও ক্রীড়া সংস্থার পাশের ময়লার স্তূপ অপসারণের আবেদন জানিয়ে পৌর মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
আমরা ভাই-ব্রাদার ও কালীগঞ্জ ক্লাব যৌথভাবে এ অভিযানের আয়োজন করে।
এর আগে ফেসবুকের মাধ্যমে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
অভিযান শেষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তার পাশের ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তরুণরা।
এতে উপস্থিত ছিলেন সার্কেল এএসপি পঙ্কজ দত্ত, মেয়র লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কামাল উদ্দিন দেওয়ান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান আরমান, কালীগঞ্জ ক্লাবের সভাপতি আলী আল মারুফ অনিক, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া রাব্বী, ভাই-ব্রাদার সংগঠনের আমির খন্দকার, আলী আল রাফু অমিত প্রমুখ।