গাজীপুরে ইভিন্স গ্রুপের দখলের তদন্তে বন বিভাগ

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদরের শিরিরচালায় ইভিন্স গ্রুপের বনের জমি দখলের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

বিষয়টির ওপর গত ১৬ মে আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে তোলপাড়। পরে তদন্তে নামে বন বিভাগ।

ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিন আলোকিত নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকনের নির্দেশে তদন্ত চলছে। বৃহস্পতিবার এসিএফ কাজী নূরুল করিম ঘটনাস্থলে আসেন। প্রাথমিক প্রতিবেদনে কারখানার দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

বিট কর্মকর্তা আরও জানান, কারখানার লোকজন বনের জমিতে রাস্তা না করা ও ফেলে রাখা বালু সরিয়ে নেওয়ার কমিটমেন্ট করেছেন। তাদেরকে ডিমারগেশন করে কাজ করতে বলা হয়েছে।

মাহনা ভবানীপুর মৌজায় বিপুল পরিমাণ জমি কিনেছে ইভিন্স গ্রুপ। সেখানে টেক্সটাইলসহ তিনটি বড় কারখানা করা হয়েছে। এর মালিক বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী।

পূর্ব পাশের কারখানাটি আরও সম্প্রসারণ করা হচ্ছে। কারখানার দক্ষিণ অংশে বনের জমি। সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে। কারখানাটির ভেতরে বনের নামে গেজেটভুক্ত অনেক জমি আছে বলে অভিযোগ।

আরও খবর